1. admin@ajkernaljur.com : admin :
৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ| ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| বিকাল ৫:৪৯|

মৌলভীবাজারে মোঃ মাসুদ ফাউন্ডেশনের ৪১তম মাসিক অনুদানসহ নগদ অর্থ, পোষাক ও খাদ্যসামগ্রী বিতরণ

রিপোর্টার
  • আপডেটের সময় : সোমবার, মার্চ ৩১, ২০২৫,
  • 27 দেখা হয়েছে

সালেহ আহমদ (স’লিপক):-

মৌলভীবাজারে মোঃ মাসুদ ফাউন্ডেশনের ধারাবাহিক ৪১তম নিয়মিত মাসিক অনুদান সুবিধাভোগী সহ পবিত্র ঈদুল ফিতরের বিশেষ উপহার প্রায় চার শতাধিক অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

রবিবার (৩০ মার্চ) দুপুরে মৌলভীবাজার পৌর শহরের ৯নং ওয়ার্ডস্থ মোঃ মাসুদ ফাউন্ডেশন কার্যালয়ে শতাধিক শিশু ও বয়োবৃদ্ধদের মাঝে বিভিন্ন অংকের নগদ অর্থ, আলহাজ্ব মবশ্বির আলী বহুমুখী মাদরাসার ২৭জন, আল খলীল হিফজুল কোরআন মাদরাসার ২৩জন, সাউতুল ফুরকান মাদরাসার ২১জন এবং কুচারমহল হাফিজিয়া মাদরাসার ৩০জন সহ মোট চারটি হাফিজিয়া মাদরাসার কোমলমতি এক’শ একজন শিক্ষার্থীদের পাঞ্জাবী তোপ, নিয়মিত মাসিক অনুদান সুবিধাভোগীসহ দুই শতাধিকের মাঝে ঈদের বিশেষ উপহার গরুর গোসত সহ চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, লবণ ইত্যাদি বিতরণ করা হয়।

সাবেক পৌর কাউন্সিলর ও ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক মোঃ মাসুদ এর সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তুহিন আহমদ ও কোষাধ্যক্ষ সাংবাদিক সালেহ আহমদ (স’লিপক) দ্বয়ের যৌথ পরিচালনা ও উপস্থাপনায় ঈদুল ফিতরের বিশেষ উপহার বিতরণকালে অতিথি ছিলেন আমেরিকা প্রবাসী আলহাজ্ব শাহ বাহাউদ্দীন সউদ, কানাডা প্রবাসী শহিদ উল্লাহ, সাউতুল ফুরকান মাদরাসার প্রতিনিধি মাওঃ সিরাজুল ইসলাম তালুকদার, কুচারমহল হাফিজিয়া মাদরাসার প্রতিনিধি হাফিজ জুনায়েদ আহমদ, শিশু ও বয়োবৃদ্ধদের মাঝে বিভিন্ন অংকের নগদ অর্থ, আলহাজ্ব মবশ্বির আলী বহুমুখী মাদরাসার প্রতিনিধি হাফিজ শেখ মমতাজ রাজা, সাংবাদিক সালেহ এলাহী কুটি, ফুটো সাংবাদিক কৃষ্ণ দাস, কমরু মিয়া, এলাইছ মিয়া, মছব্বির মিয়া প্রমুখ।

এসময় ফাউন্ডেশনের সহ-সভাপতি আলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক এনামুল হক আলম, মহিলা বিষয়ক সম্পাদক রাজনীন মোহাম্মদ, কার্যনির্বাহী সদস্য মুজাহিদ আহমদ, নাদিয়া মোহাম্মদ, নাদিম মোহাম্মদ, খোকন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

আজকের নলজুর/আরএন/৩১-০৩-২৫ইং

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর
© All rights reserved © 2023 আজকের নলজুর
Design and developed By: Syl Service BD