1. admin@ajkernaljur.com : admin :
৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ| ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| বিকাল ৫:৩৪|

শিক্ষকের প্রতি শ্রদ্ধা

রিপোর্টার
  • আপডেটের সময় : শনিবার, অক্টোবর ৫, ২০২৪,
  • 119 দেখা হয়েছে

মোঃ আকাশ উজ্জামান শেখ:-

আজ বিশ্ব শিক্ষক দিবসে সকল শিক্ষকের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা। শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্ব শিক্ষক দিবস ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালন করা হয়। ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়ে থাকে। বর্তমানে বিশ্বের ১০০টি দেশে এই দিবসটি পালিত হয়ে হয়, এই দিবসটি পালনে এডুকেশন ইন্টারন্যাশনাল ও তার সহযোগী ৪০১টি সদস্য সংগঠন মূল ভূমিকা রাখে।

শিক্ষক হলো এমন একটা ব্যক্তিত্ব যে বিনা স্বার্থে সর্বদাই আমাদের মঙ্গল কামনা করে থাকে যেখানে নিজেদের নাম টা লিখতে ও শিক্ষকদের সেই শেখানো বর্ণমালা ব্যাবহার করতে হয়

পিতা-মাতার পরেই অক্লান্ত পরিশ্রম করে থাকে একমাত্র শিক্ষক যাদের ঋণ কখনো শোধ হওয়ার নয়
কিন্তু এটা বর্তমান দিনে খুব ই দুঃখজনক তার কারণ হলো বিগত দুই দশক পূর্বে ও শিক্ষদের যেভাবে সন্মান শ্রদ্ধা করা হতো বর্তমান দিনে তা নেই শিক্ষক যেন এখনকার দিনে সাধারণ একজন মানুষ যা পাড়ার একজন সমবয়সী ব্যাক্তি যেমন হয়ে থাকে।

তা ছাড়া শিক্ষকের গায়ে হাত তোলার মতো ঘটনাও ঘটছে যেখানে একজন সন্তানের কাছে পিতা মাতার পরেই শিক্ষকের মর্যদা দেওয়া হয়েছে। একজন শিক্ষক তার সারাটা জীবন ব্যায় করে তার শিক্ষার্থীদের জন্য আর এ সবের বিনিময়ে তারা চাই শুধু মাত্র একজন শিক্ষার্থী সে একদিন সামনে এসে বিনম্র ভাবে বলবে
স্যার আপনার শরীর কেমন আছে ?

আমি আজ প্রতিষ্ঠিত আপনার সেই শ্বাসন আপনার শিক্ষা আমাকে এই জায়গায় এনেছে।
তারা নিজেরা কিছু করতে পারলে যতটা খুশি হয়। তারথেকে হাজার গুণ বেশি খুশি এবং উৎফুল্ল হয় তার কোন শিক্ষার্থীর অর্জনে এই স্বার্থপর পৃথিবী যেখানে নিজের স্বার্থ ছাড়া কেউ হাথটা ও ধরতে চাইনা একটা কথা ও ব্যায় করতে চাইনা সেখানে শুধু মাত্র শিক্ষক যে তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে শিক্ষার্থীর এই কয়েক টা কথা শোনার জন্য।

তাই শুধু এই দিনটি উদযাপন করে সব শেষ করা সম্ভব না , যতই স্লোগান দেয় আর মুখে হাজার বার বলুক না কেন তাতে প্রকৃত সন্মান কখনোই করা হবেনা। মন থেকে , এই শ্রদ্ধা এই সন্মান প্রতিটা দিন প্রতিটি মুহূর্ত সারাজীবন শিক্ষকদের প্রতি জানানো উচিত তাদের এই পরিশ্রম যাতে বৃথা না যায় সেদিকে খেয়াল রেখে প্রকৃত মানুষ হয়ে তাদের পরিশ্রমকে কিছুটা হলেও সার্থক করা আমাদের সবার কর্তব্য।

ভালো থাকুক পৃথিবীর সকল শিক্ষক এবং মহান সৃষ্টিকর্তার কাছে একটাই কামনা, আমাদের যেসব শিক্ষক পরলোকগমন করেছেন, তাদেরকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদৌস নসিব করুন আমিন।

আজকের নলজুর/০৫অক্টোবর২৪/বিডিএন

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর
© All rights reserved © 2023 আজকের নলজুর
Design and developed By: Syl Service BD