1. admin@ajkernaljur.com : admin :
৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ| ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| বিকাল ৫:৩৪|

‘মুজিব’একটি জাতির রূপকার’ দেখতে উপচে পড়া ভীড়

রিপোর্টার
  • আপডেটের সময় : রবিবার, অক্টোবর ১৫, ২০২৩,
  • 202 দেখা হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি:-

দীর্ঘ দুই বছরের প্রতীক্ষার পর শুক্রবার দেশব্যাপী মুক্তি পেয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও রাজনৈতিক অভিযাত্রা চিত্রিত করে শ্যাম বেনেগালের নির্মিত বায়োপিক ‘মুজিব’ একটি জাতির রূপকার’। মুক্তির প্রথম দিন থেকে চট্টগ্রাম নগরীর সুগন্ধা সিনেমা হলে সিনেমাটি দেখতে নানা শ্রেণি-পেশার দর্শকের ঢল নামে।

বিশেষ করে সিনেমাটি দেখতে ভীড় জমান ইতিহাস প্রিয় অনুসন্ধিৎসু দর্শকরা। মুক্তির দ্বিতীয় দিনে সিনেমাটি দেখতে আসা লোকেরা বলেন ইতিহাসের সঠিক তথ্য জানতেই হলমুখী তারা। সুগন্ধা সিনেমা হলের ম্যানেজিং ডিরেক্টর সাইফ হোসাইন জানান, ২১৬ আসনের এই সিনেমা হলে ১ম দিন সব শো ছিল ‘হাউসফুল’। পরিবার পরিজন আর বন্ধু–বান্ধব নিয়ে এসেছেন অনেকে। বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত এই চলচ্চিত্র প্রদর্শনীতে দীর্ঘদিন পর দর্শক সমাগম হওয়ায় উচ্ছ্বসিত তিনি। ঢাকাটাইমসের সঙ্গে আলাপকালে সন্তানদের সঙ্গে নিয়ে সিনেমাটি দেখতে অভিভাবকদের অনুরোধ জানান তিনি।

সুগন্ধার পাশাপাশি সিনেমা চট্টগ্রামের প্যালেস, বালি আর্কেডে স্টার সিনেপ্লেক্স, ফিনলে স্কয়ারের সিলভারস্ক্রিনেও ছবিটি মুক্তি পেয়েছে।

আঃনঃ/১৫অক্টোবর২৩/বিডিএন

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর
© All rights reserved © 2023 আজকের নলজুর
Design and developed By: Syl Service BD